ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঘরে বসেই পণ্য ক্রয়ের সেবা চালু করলো সিঙ্গার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৬ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:৩৬, ১৯ এপ্রিল ২০২১

দেশের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিকস রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ক্রেতাসাধারণের জন্য শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে ঘরে বসেই সিঙ্গার পণ্য ক্রয়ের একটি বিশেষ সেবা চালু করেছে।

‘একটাই কল দ্যাট’স অল’ নামক এই সার্ভিসের আওতায় ক্রেতাগণ দেশের যে কোন প্রান্ত থেকে নিরাপদে ঘরে বসেই ১৬৪৮২ নম্বরে একটা কল করে সিঙ্গার থেকে কোন পণ্য কিনতে চাইলেই, ২৪ ঘন্টার মধ্যে ক্রেতার ঘরে পণ্যটি পৌঁছে দেবে সিঙ্গার। ক্রেতা পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করবেন। সাথে থাকছে ফ্রি হোম ডেলিভারীর সুবিধা।  

দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, ক্রেতা সাধারণকে ঘরে নিরাপদে থাকার জন্য উদ্বুদ্ধ  করতে এবং লকডাউনের সময়কালে হোম অ্যাপ্লায়েন্স কিংবা ইলেকট্রনিক্স পণ্যের জরুরি প্রয়োজন মেটাতেই সিঙ্গার এই সেবা চালু করলো!

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি