ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

রাজশাহীর অরিনের সাহায্যে এগিয়ে এলো ইয়ামাহা মিউজিক বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১৯ এপ্রিল ২০২১

গত কয়েকদিন ধরে একটা পোস্ট খুব ভাইরাল হয। ফেসবুকে মপ পোস্টটিতে দেখা যায, একজন সংগীত শিল্পী যার নাম অরিন হক। তিনি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গান গাইছেন; সামনে সাইনবোর্ড যেখানে লেখা “জীবিকার জন্য গান, সন্তানের জন্য গান। সং ফর চাইল্ড”।

অরিন এর সংগীত যাত্রা আজকের নয, বিভিন্ন বড় মঞ্চে বাজানোর অভিজ্ঞতাও আছে তাঁর। পাশাপাশি ডি রকস্টারেও অংশ নেন। রাজশাহীতে তিনি একজন পরিচিত নাম। 

অরিনের এই ফেসবুক পোস্টটি ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এর নজরে আসলে, তারা অরিনকে নিয়ে আসে তাদের ফেসবুক পেইজের লাইভে। সেখানে তিনি গান পরিবেশেন করেন। লাইভ দেখে অনেক মানুষ তার সাহায্যার্থে এগিয়ে আসে। অরিনের এই প্রতিভার প্রতি সম্মান দেখিয়ে এসিআই মটরস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টও সুব্রত রঞ্জন দাস অরিনকে ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে একটা পোর্টেবল সাউন্ড সিস্টেম, মাইক্রো ফোন এবং একটা গিটার উপহার দেন যাতে অরিন যেকোনো স্থানে সংগীত পরিবেশন করে তার পরিবারের জন্য উপার্জন করতে পারে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি