ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

জমে উঠেছে পাঞ্জাবীর বাজার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৬ মে ২০২১

ঈদকে সামনে রেখে জমে উঠেছে পাঞ্জাবীর বাজার। গরমে সুতি কাপড়ের পাঞ্জাবির দিকেই ক্রেতার নজর। ঈদের বাজার খুব একটা জমজমাট না হওয়ায় দামও হাতের নাগালে। তবে করোনাকালে গণপরিবহন বন্ধ থাকায় বেচাবিক্রি কম বলে জানালেন বিক্রেতারা। 

লকডাউন শুরুর পর কিছুদিনের বিরতি দিয়ে খুলেছে মার্কেট-শপিংমলগুলো। ঈদের বেচাবিক্রিতে তাই ব্যস্ত সময় পার করছেন দোকানীরা। ক্রেতারাও আসছেন পছন্দসই পোশাকের সন্ধানে।

রাজধানীর নামি-দামি শপিংমলগুলোতে ভীড় সার্মথ্যবান ক্রেতাদের। ঈদকে সামনে রেখে নিজের ও প্রিয়জনদের জন্য কিনছেন পাঞ্জাবী। বাহারি রঙ আর সুতির কাপড়ের পাঞ্জাবির দিকে নজর তাদের।

ব্যবসায়ীরা জানান, ১৩শ’ টাকা থেকে শুরু করে ২৮৮০ টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে। কটন ও এক কালারের গুলোই বেশি যাচ্ছে।

সারি সারি সাজানো পাঞ্জাবী। নামী ব্র্যন্ডের পাশাপাশি দামের কথাও চিন্তা করছেন ক্রেতারা।

ক্রেতারা জানান, এবছর গরম তো এজন্য আমি সাদার মধ্যে সুতির মধ্যে দেখছি। এখনও কেনা হয়নি দেখছি, যেটা কমফোর্ড হবে সেটাই নেবো।

বিক্রেতারা বলছেন, একেতো করোনা সংক্রমণ তার উপর গণপরিবহন বন্ধ থাকায় বেচাবিক্রি কম। তবে দিন ফিরবে বলেও আশাবাদী দোকানিরা।

দোকানিরা জানান, এবারের ঈদ তো গরমে যার জন্য কটনের পাঞ্জাবিগুলোর বেশি চাহিদা। গতবছর আমাদের ব্যবসা হয়নি। এবছর গাড়িঘোড়া ছেড়ে দিলে আমাদের ব্যবসা টুকিটাকি হতো। 

এদিকে, করোনায় স্বাস্থ্যবিধি ও শরীরিক দূরত্ব মানা নিয়েও সচেতন দোকানীরা। সচেতন আছেন ক্রেতারাও। 
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি