ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়া চালু করলো `কোভিড আইসোলেশন সেন্টার`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৯ মে ২০২১

ব্যাংকের কোভিড আক্রান্ত কর্মীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে “ব্যাংক এশিয়া কোভিড আইসোলেশন সেন্টার”।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজস্ব ভবনে কোভিড আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, জিয়াউল এইচ মোল্লা, আলমগীর হোসেন, ইভিপি মো. আবদুল লতিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধায়নে পরিচালিত কোভিড আইসোলেশন সেন্টার থেকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় ঔষধপত্র ও প্রয়োজনে অক্সিজেন সরবরাহসহ করোনা আক্রান্ত কর্মীদের যাবতীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি