ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ব্যাংক এশিয়ার  “বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১” লাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ৩ জুন ২০২১

মাইক্রো-মার্চেন্ট চ্যানেলের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবায় অসামান্য অবদানের জন্য ব্যাংক এশিয়া ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১’ প্রতিযোগিতার ব্যাংকিং সেক্টরে পুরস্কার লাভ করেছে। ব্র্যান্ড ফোরাম পরিচালিত বাংলাদেশ ইনোভেশন এনক্লেভ এই প্রতিযোগিতার আয়োজন করে।

সম্প্রতি রাজধানী ঢাকার কাওরান বাজারস্থ ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলীর হাতে এ পুরস্কারের ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ অপারেটিং অফিসার এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব। 

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ বোরহান উদ্দিন ও সর্দার আকতার হামিদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশন-এর প্রধান জিয়া আরফিন, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশান ডিপার্টমেন্ট-এর প্রধান জাকির হোসেন ভূঁইয়া, ফাস্ট এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল পেমেন্ট চ্যানেল প্রধান মি. চন্দন নাগ এবং ফাস্ট এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশান ডিপার্টমেন্ট-এর উপ-প্রধান শিহাবুল আলম উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি