ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে ওয়াসার বিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ১৭ জুন ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শাখা, উপ-শাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে চট্টগ্রাম ওয়াসার পানি ও সুয়ারেজ বিল দেয়া যাবে। গত ১৪ জুন চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  মোহাম্মদ ইয়াকুব আলী ও চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ ছামছুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় ব্যাংকের চকবাজার শাখাপ্রধান মোঃ শাহাদাত হোসাইন, চাক্তাই শাখাপ্রধান সোহেল আমান, আন্দরকিল্লা শাখাপ্রধান আবদুল নাসের এবং চট্টগ্রাম ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার ও কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি