ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৭ জুলাই ২০২১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। 

আজ বুধবার (৭ জুলাই) সাধারণ সভায় সমাপ্ত বছরে (২০২০ সাল) শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদন দেয়া হয়। 

সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক, শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস।

সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররাও অংশগ্রহণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি