ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

করোনাকালেও রোটারিয়ানেরা জীবনঝুঁকি নিয়ে জনকল্যাণে কাজ করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১১ জুলাই ২০২১

রোটারি জেলা ৩২৮২ গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন, রোটারির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানবকল্যাণে কাজ করা। তাই করোনাকালেও রোটারিয়ানেরা জীবনঝুঁকি নিয়ে জনকল্যাণে কাজ করছে এবং করোনারোগীদের কল্যাণে অ্যাম্বুলেন্স,ভেন্টিলেটর, অক্সিজেনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে। রোটারিয়ানদের সতর্কতার সাথে তাঁদের সেবাকার্যক্রম চালিয়ে যেতে হবে।

গতকাল (১০জুলাই) সন্ধ্যায় রোটারি ক্লাব চিটাগং হিলটাউনের প্রথম নিয়মিত ভার্চুয়াল সভায় রোটারি গভর্নর এসব কথা বলেন।চলমান অতিমারি করোনা সংক্রমণের ওপর অতিথি বক্তা হিসেবে আলোচনা করেন চট্টলগ্রাম মা শিশু জেনারেল হাসপাতালের সহকারি অধ্যাপক রোটারিয়ান ডা. কামাল হোসেন জুয়েল। ক্লাব সদস্যরা ছাড়াও রোটারি জেলার শীর্ষস্থানীয় রোটারিয়ানেরা অংশ নেয়ায় নিয়মিত এ প্রথম সভা বেশ সফল ও ফলপ্রসূ হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন  ডিজিই রোহেলা খান চৌধুরী, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান , পিপি রোটারিয়ান মাহফুজুল হক, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম জুয়েল, ক্লাব অ্যাসাইনড অ্যাসিটেন্ট গভর্নর জামাল উদ্দিন আহমেদ, লে.গর্ভনর মোহাম্মদ শাহজাহান, পিএজি রোটারিয়ান আমিনুল হক বাবু, পিপি রোটারিয়ান খন রঞ্জন রায়, রোটারি ক্লাব অব চিটাগং ইসলামাবাদের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলতাফ মাহমুদ হান্নান, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, পিপি রোটারিয়ান আকবর হোসেন, পিপি রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু,রোটারি ক্লাব অব সাগরিকার আইপিপি রোটারিয়ান মোহাম্মদ রাশেদুল আমিন, প্রেসিডেন্ট রোটারিয়ান ইনামুল আজিজ চৌধুরী লিটন,রোটারি ক্লাব চিটাগং এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. বদরুদ দৌজা, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর প্রেসিডেন্ট প্রফেসর ডা, সৈয়দা খোরশেদা বেগম,রোটারি ক্লাব অব এনশেন্ট  চিটাগং এর প্রেসিডেন্ট  রোটারিয়ান এম এ রহিম, রোটারি ক্লাব অব চিটাগং এলিট এর প্রেসিডেন্ট মঞ্জুরুল ইসরাম রায়হান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান উজ্জ্বল বড়ুয়া, রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো এর প্রেসিডেন্ট রোটারিয়ান প্রবীর চন্দ্র সাহা, হিলটাউনের পিপি রোটারিয়ান আমজাদ হোসেন, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব,পিপি রোটারিয়ান শরাফত আলম চৌধুরী সুমিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান প্রদীপ কুমার দাশ প্রেসিডেন্ট নমিনি গোলাম মওলা মামুন, সেক্রেটারি রোটারিয়ান সাংবাদিক আলীয়ুর রহমান রুশাই, কোষাধ্যক্ষ রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন বণিক, নতুন সদস্য রোটারিয়ান অনুপ ভট্টাচার্য ও রোটারেক্টর মোরশেদুল আলম চৌধুরী। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি