ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউএস এফডিএ অনুমোদন পেল বেক্সিমকোর ব্যাকলোফেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক এবং রফতানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ব্যাকলোফেন (১০ এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেট) এর জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে। ব্যাকলোফেন মাসল রিলাক্সেন্ট গ্রুপের একটি ওষুধ যা মাল্টিপল স্ক্লেরোসিস বা মেরুদন্ডের আঘাত ও রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পেশীর ব্যথা, সংকোচন এবং জটিল চিকিত্সার জন্য নির্দেশিত।

এটি যুক্তরাষ্ট্রের এফ ডি এ কর্তৃক অনুমোদিত বেক্সিমকোর নবম এ এন ডি এ যা শীঘ্রই বাজারজাত করা হবে । 

আইকিউভিআ নিরীক্ষিত রিপোর্ট সূত্রে, যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে ৯ টি কোম্পানি ব্যাকলোফেন বাজারজাত করছে এবং ২০২০ সালে বেকলোফেন এর মোট বাজার ছিল প্রায় ১১০ মিলিয়ন ডলার এর। 

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজমুল হাসান এমপি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে বেকলোফেন এর অনুমোদন পেয়ে আমরা আনন্দিত এবং আমাদের প্রত্যাশা এই বহুল প্রচলিত ওষুধটি বাজারজাত করণের মাধ্যমে আমরা রোগীদের যথাযথ চিকিৎসার পাশাপাশি নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে সক্ষম হবো ।”

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি