ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডিবিএইচ’র নিট মুনাফা বেড়েছে ৮১ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৯ জুলাই ২০২১ | আপডেট: ১৯:০৫, ৩১ জুলাই ২০২১

পুজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) চলতি ২০২১ হিসাব বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ৮৪ দশমিক ৪৪ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ৫৫ শতাংশ বেশি।  একই সময়ে ডিবিএইচের কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৯ দশমিক ৬৯ কোটি টাকা। অর্থাৎ নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৮১ শতাংশ।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৯৬ দশমিক ২৬ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। যা আগের বছরের এই সময়ে ছিল ১ টাকা ৫৩ পয়সা।

গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ টানা ১৬ বছর অর্জন করেছে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA)|

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি