ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড এবং দারাজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

দারাজে অনলাইন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া “সেইভ.স্পেন্ড.উইন” ক্যাম্পেইনের চূড়ান্ত বিজয়ীদের নাম একটি ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা করেছে মাস্টারকার্ড এবং দারাজ বাংলাদেশ লিমিটেড। 

যেসব মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন, তারা হলেন- দ্য সিটি ব্যাংক লিমিটেডের মো. ইয়াসিন, প্রাইম ব্যাংক লিমিটেডের মো. জুবায়ের রহমান, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের জনাব এস এম মনজুর আহমেদ হানাফি, ব্র্যাক ব্যাংক লিমিটেডের এ এস এম মমিনুল হাসান ও কাজি নাজমুস সাকিব। 

বিজয়ী প্রত্যেকের জন্য ছিল আকর্ষনীয় ট্রাভেল ভাউচার। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল, দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ মোস্তাহিদুল হক ও সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের জ্যৈষ্ঠ কর্মকর্তারা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি