ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বেসিক ব্যাংক এমডি`র শ্রদ্ধা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২১ আগস্ট ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে শুক্রবার, ২০ আগস্ট ২০২১ পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মোঃ আনিসুর রহমান।
 
সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণের পর আনিসুর রহমান স্বাধীনতার এই স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

এ সময় তিনি টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ তোজাম্মেল হক (টুটুল), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আলী আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ সহ বেসিক ব্যাংকের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদেরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠসহ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। এরপর এমডি এবং সিইও বঙ্গবন্ধু ভবনে রংক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
 
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি