ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের বাড়ল স্বর্ণের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

দেশের বাজারে ফের বেড়েছে সব মানের স্বর্ণের দাম। ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫১৬ টাকা করে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য আজ রোববার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে। অবশ্য স্বর্ণের দাম বাড়লেও বহাল রয়েছে রূপার আগের দামই। এর আগে সর্বশেষ গত ২০ জুন স্বর্ণের দাম ভরি প্রতি সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এ ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) এবং নানা দাপ্তরিক জটিলতার কারণে স্বর্ণের বার আমদানি করতে পারছেন না ডিলাররা। একইসঙ্গে চাহিদার বিপরীতে কম যোগান থাকায় দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটেও বেড়েছে স্বর্ণের দাম। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দাম বাড়ানোর ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭০ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ৫১ হাজার ২৬৩ টাকা হয়েছে।

দাম বাড়ানোর আগ পর্যন্ত ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮, ৬০ হাজার ৭০ টাকা ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৪৯ হাজার ৭৪৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের দাম বাড়ানো হলেও আগেরটাই বহাল রয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি