ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৈয়দ নজরুল ইসলাম বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১ সেপ্টেম্বর ২০২১

তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান দেশের বাইরে যাওয়ার প্রেক্ষিতে সৈয়দ নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি  বিদেশ থেকে ফেরত আসা পর্যন্ত ১ থেকে ৯ সেপ্টেম্বর বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বর্তমান করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে পোশাক শিল্পের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি