ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি, কাঁচাবাজারও ঊর্ধ্বমুখী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১০ সেপ্টেম্বর ২০২১

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়িদের সাথে বৈঠকে চিনির দাম বেধে দিলেও কোন পরিবর্তন দেখা যায়নি বাজারে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি। এক সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। প্রতি কেজিতে মুরগীর দাম বেড়েছে প্রকারভেদে ২৫ টাকা। কাঁচাবাজার ঊর্ধ্বমুখী, তবে কমেছে কাঁচামরিচের দাম।

সপ্তাহের ব্যবধানে মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ৫টাকা বেড়ে ৯০টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দামও বাড়তি। ডজন প্রতি ১০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০-১১৫টাকায়।

বেড়েছে সব রকমের মুরগীর দর। ব্রয়লার মুরগী কেজীতে ১০ টাকা, সোনালী ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। বেশির ভাগ সবজির দাম ৪০-৫০ টাকার মধ্যে।

আজকের কাঁচা বাজারের তালিকা
ইন্ডিয়ান টমেটো-৭০টাকা, পটল-৪০ টাকা, করল্লা-৪০ টাকা, কাকরোল- ৪০ টাকা,বেগুন-৪০ টাকা, চিচিংগা- ৪০ টাকা, মুলা-৪০ টাকা, সিম-১২০ টাকা, কাচা মরিচ-৬০ টাকা, খোলা চিনি- ৭৮ টাকা,প্যাকেট চনি- ৮৪ টাকা, লিটার সয়াবিন তেল-১৩২ টাকা, কেজিতে- ১৪০ টাকা, পাম অয়েল- ১২৮ টাকা।

সাইজ অনুযায়ী ইলিশ ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে।

আর চাল বিক্রি হচ্ছে পাইজাম- ৪৭-৪৮ টাকা, আটাশ ৪৭-৪৮ টাকা, মিনিকেট-৫৬-৬০ টাকা, নাজিরশাইল- ৫৫-৬০ টাকা দরে।

১৩০ টাকার ব্রয়লার মুরগীর দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং ২৩০ টাকার সোনালীর দর বেড়ে বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি