ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্ত:মন্ত্রণালয় কমিটিতে সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্সের বিষয়ে গঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্ত:মন্ত্রণালয় কমিটি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, কমিটির সুপারিশ হলো- যেহেতু আইন লঙ্ঘন হয়েছে, তাই বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব না নিয়ে তা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে দেবে। যাতে কোম্পানিটির অসঙ্গতি তদন্ত করে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আরও নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে তদন্তের পর বাণিজ্য মন্ত্রণালয়কে সেগুলোর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে আন্ত:মন্ত্রণালয় কমিটি। সূত্র-বাসস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি