ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮টি উপশাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ২১ সেপ্টেম্বর ২০২১

শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৮টি উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপশাখাগুলো হলো-তারাবো বাজার উপশাখা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ; ইছাপুর উপশাখা, হাটহাজারী, চট্টগ্রাম; কাগতিয়া বাজার উপশাখা, রাউজান, চট্টগ্রাম; মুন্সিবাজার উপশাখা, রাজনগর, মৌলভীবাজার; রবিরবাজার উপশাখা, কুলাউড়া, মৌলভীবাজার; সূর্যনগর বাজার উপশাখা, শিবচর, মাদারীপুর ও বড় বাজার উপশাখা, খুলনা সদর, খুলনা। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন। 

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি