ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অটোমেটেড চালান নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২১

অটোমেটেড চালান (এ-চালান) সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া লি. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের গ্রাহকগণ ব্যাংক এশিয়ার সকল শাখা, উপশাখা, ইসলামিক উইন্ডো ও এজেন্ট আউটলেট হতে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে যাবতীয় ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং অন্যান্য ট্রেজারি ফি সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারবেন।
  
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এর উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস্ এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি