ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

শুক্রবার (৮ অক্টোবর) স্থানীয় একটি হোটেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। 

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাজশাহী শাখাপ্রধান মুন্সি রেজাউর রশীদ। গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন আমান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, নাবিল গ্রুপের চিফ অপারেটিং অফিসার অনুপ কুমার সাহা, সপুরা সিল্ক মিলসের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, সেভেন স্টার ফিশ প্রসেসিং কোম্পানি চেয়ারম্যান মোঃ ইমদাদ হোসাইন এবং নবাব অটোরাইস অ্যান্ড ফিড মিলের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকবর হোসেন। 

সমাবেশে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএসহ রাজশাহী জোনের শাখাসমূহের ব্যবস্থাপক ও বিশিষ্ট গ্রাহকগণ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি