ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পূজা উপলক্ষে স্যামসাং ফোনে আকর্ষণীয় অফার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:৩৭, ১২ অক্টোবর ২০২১

দুর্গা পূজা উপলক্ষে একটি নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ক্রেতারা যাতে হ্রাসকৃত মূল্যে স্যামসাং স্মার্টফোন কিনতে পারেন, এজন্য স্যামসাং এ ক্যাম্পেইন শুরু করেছে।   

এ ক্যাম্পেইনের অধীনে, স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু ব্র্যান্ড স্টোর থেকে ক্রেতারা ডিসকাউন্টে নির্দিষ্ট স্যামসাং ফোন কিনতে পারবেন। ক্যাম্পেইনটি ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে, ক্রেতারা অরিজিনাল মূল্যের ওপর ১৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে নির্দিষ্ট স্যামসাং ফোন কিনতে পারবেন। 

এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা গ্যালাক্সি এ১২ (৪/৬৪ জিবি) কিনতে পারবেন ১৪,২৫০ টাকায় (রিটেইল মূল্য ১৪,৯৯৯ টাকা), গ্যালাক্সি এ১২ (৪/১২৮ জিবি) কিনতে পারবেন ১৫,৬৭০ টাকায় (রিটেইল মূল্য ১৬,৪৯৯ টাকা), গ্যালাক্সি এ২২ (৬/১২৮ জিবি) কিনতে পারবেন ১৯,৯৯০ টাকায় (রিটেইল মূল্য ২১,৯৯৯ টাকা), গ্যালাক্সি এম৩২ (৬/১২৮ জিবি) কিনতে পারবেন ২১,৮৫০ টাকায় (রিটেইল মূল্য ২২,৯৯৯ টাকা) এবং গ্যালাক্সি এম৩১ (৮/১২৮ জিবি) কিনতে পারবেন ২২,৬০০ টাকায় (রিটেইল মূল্য ২৭,৯৯৯ টাকা)।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “আরেকটি উৎসব চলে এসেছে। এবং এ উৎসবে আমাদের ক্রেতাদের মধ্যে আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে আমরা আমাদের কিছু স্মার্টফোনে আকর্ষণীয় অফার নিয়ে এসেছি যাতে ক্রেতারা হ্রাসকৃত মূল্যে স্টাইলিশ ডিভাইস কিনতে পারেন।”

এ অফার ও স্যামসাং স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন এর ফেসবুক পেজে অথবা ভিজিট করুন ওয়েবসাইট: www.samsung.com.     

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি