ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশিয়ানী ও মুকসুদপুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ১৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

এনআরবিসি ব্যাংক গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রোববার ১৭ অক্টোবর প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপশাখাগুলোর কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম বলেন, গোপালগঞ্জ জেলায় কৃষিনির্ভর শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে। স্বপ্নের পদ্মাসেতু এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকা-কে বেগবান করবে। নতুন নতুন খাতে অর্থায়ন করে এ অর্থনৈতিক অঞ্চলকে শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক কাজ করবে। এনআরবিসি ব্যাংক তার সেবার মাধ্যমে কৃষি, কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র (এসএমই) খাতে উদ্যোক্তা তৈরিতেও ভুমিকা রাখতে পারে। 

ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবাকে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে নিয়ে যেতে এনআরবিসি ব্যাংক কাজ করছে। কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিতে এনআরবিসি ব্যাংক গ্রামের মানুষকে প্রধান্য দিচ্ছে।

অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত  গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি