ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অ্যাড বিলিভ বাংলাদেশের বিজনেস প্রধান হোসনে মোবারাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২০ অক্টোবর ২০২১

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাড বিলিভ বাংলাদেশ’ এর হেড অফ বিজনেস হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মো. হোসনে মোবারাক অপু।

অপুর প্রথম আলো ডিজিটালের বিজনেস বিভাগ, বাংলা ট্রিবিউন, রেডিও স্বাধীন, সিক্সটি সেকেন্ডস লিমিটেডসহ বেশ কিছু তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে ডিগ্রি অর্জন করা অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে ডিজিটাল মার্কেটিং এবং বিআইটিএম থেকে ডিজিটাল মার্কেটিং এর ওপর বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।

বিজ্ঞাপনদাতা এবং অনলাইন পাবলিশারদের জন্য বাংলাদেশে অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাড বিলিভ’ যাত্রা শুরু করে আগস্টের শুরুতে। সেই থেকে প্রযুক্তিনির্ভর বিজ্ঞাপন সেবা দিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে অ্যাড নেটওয়ার্কের ধারণা বেশ পুরনো হলেও ‘অ্যাড বিলিভ’ নিয়ে এসেছে নতুন কিছু সেবা। প্রথম দিক থেকেই স্বচ্ছতা আর সত্যিকারের বিজ্ঞাপনের ‘ভিউবিলিটি’ নিয়ে কাজ করে যাচ্ছে ‘অ্যাড বিলিভ’।

বিজ্ঞাপনে সৃজনশীলতা ও নিত্য নতুন ছোঁয়ার মাধ্যমে বিজ্ঞাপনদাতা এবং পাবলিশারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যাড বিলিভ’।

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি