ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘শক্তিশালী অর্থনীতি বিনির্মানে উন্নত প্রযুক্তির বিনিময় অপরিহার্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২০ অক্টোবর ২০২১

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের বিশাল বহুমুখী উৎপাদন খাত যদি যথাযথ প্রযুক্তিগত সহায়তা পায় তাহলে দেশের অর্থনীতি আরো দ্রুত শক্তিশালী হতে পারবে। ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসি’র ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে গত ১৯ অক্টোবর ডিসিসিআইতে অনুষ্ঠিত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতিতে বেশ উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে, এমনকি করোনা মহামারী চলাকালীন সময়ে ২০২১ সালেও আমাদের প্রবৃদ্ধি ছিল প্রায় ৫.৪৭%। তিনি বলেন, বাংলাদেশ খুব শীঘ্রই এলডিসি থেকে উন্নীত হতে যাচ্ছে, সেক্ষেত্রে বিশেষকরে আমাদের এসএমই খাতকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আরো বেশি প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করতে হবে। তিনি বাংলাদেশের এসএমই খাতের সক্ষমতা অর্জনে ইউএন টেকনোলজি ব্যাংকের সহায়তা প্রত্যাশা করেন। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি উৎকর্ষতা না থাকলে প্রতিযোগী সক্ষমতা অর্জন কঠিন হয়ে পড়বে আর এতে এসএমই খাত সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তে পারে, বলে তিনি মত প্রকাশ করেন। 

ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসি’র ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপা বলেন, তাঁদের মূল লক্ষ্যই হলো প্রযুক্তি আদান প্রদানে বা হস্তান্তরকে উৎসাহিত করা একই সাথে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করা। তিনি আরো বলেন, বাংলাদেশের এসএমই খাতে খাতভিত্তিক চাহিদা অনুযায়ী প্রযুক্তিতগত সহায়তায় ও উৎকর্ষ বৃদ্ধিতে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেতিপা জানান, ডব্লিটিও’র টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্মের অধীনে বাংলাদেশে ব্যবসায়ীদের প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ স্থাপনে তারা সহায়তা করবে। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে তাঁরা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ কো-চেয়ার হিসেবে ভূমিকা পালন করবে। এছাড়াও ডিসিসিআই, ইউএন টেকনোলজি ব্যাংক গৃহীত আসন্ন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। 

ইউএন টেকনোলজি ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার ইয়েসিম বেইকাল ও অরিয়েন্ট মুলোঙ্গো এ সময় উপস্থিত ছিলেন।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি