ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ২৪ অক্টোবর ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন রোববার (২৪ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম। 

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী সহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখাগুলোর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ও ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও অন্যান্য ইউনিটসমূহে এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে।   

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি