ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ হল ‘আকাশ কিনে চলুন টি-টোয়েন্টি বিশ্বকাপে’ ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:৩৪, ২৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ষষ্ঠ সপ্তাহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল ‘আকাশ কিনে চলুন টি-টোয়েন্টি বিশ্বকাপে’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটির ষষ্ঠ সপ্তাহে নতুন আকাশ সংযোগ কিনে ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট পেয়েছেন তিন জন কুইজ বিজয়ী। ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করে সব মিলিয়ে ১৮ জন ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট এবং ৬০ জন গ্রাহক স্মার্ট টিভি পেয়েছেন। 

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১ উপলক্ষে এই মেগা ক্যাম্পেইনটি আয়োজন করে দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) আকাশ। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ষষ্ঠ সপ্তাহের বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেক্সিমকো কমিউনিকেশন্সের চিফ অপারেটিং অফিসার মনোজ কুমার দোভাল এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী। 

‘আকাশ কিনে চলুন টি-২০ বিশ্বকাপে’ ক্যাম্পেইনের ষষ্ঠ সপ্তাহের এয়ার টিকেট বিজয়ীরা হলেন ভোলার নুর আলম, চট্টগ্রামের মো: গিয়াস উদ্দিন সহ আরো ১ জন। এছাড়া আরও দশ জন গ্রাহক পেয়েছেন ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি। 

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছয় সপ্তাহের এ ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে তিন জন করে কুইজ বিজয়ী পান ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট। পরবর্তী দশ জন পাবেন ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি। এসময়ে নতুন আকাশ সংযোগ কিনে ১৭ অক্টোবরের মধ্যে রিচার্জ করে আকাশ অ্যাকাউন্টে দুইশত টাকা নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছিলেন গ্রাহকরা। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ উপভোগ করা যাচ্ছে আকাশে। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি