ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী দিল গ্লোবাল ইসলামী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:১৯, ২৭ অক্টোবর ২০২১

গ্লোবাল ইসলামী ব্যাংক করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির জন্য খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। এই বিতরণ কর্মসুচির অংশ হিসেবে টিএমএসএস-এর সহযোগিতায় গত ১৬ অক্টোবর বগুড়া অঞ্চলে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সূচনা করে।  উক্ত বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, টিএমএসএস-এর ফাউন্ডার এক্সকিউিটভি ডাইরক্টের প্রফেসর ড. হোসনে আরা বেগম ও উভয় প্রতিষ্ঠানের  র্কমর্কতাবৃন্দ।

উল্লেখ্য, গ্লোবাল ইসলামী ব্যাংক টিএমএসএস, বুরো বাংলাদেশ ও গণ উন্নয়ণ কেন্দ্রের ম্যাধ্যমে বগুড়া, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, চকোরিয়া ও পাবনা অঞ্চলে কোভডি -১৯-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির সাহায্যার্থে ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসবিলিটি (সিএসআর)-এর অংশ হিসেবে গত ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি