ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘স্বপ্ন’ এখন গাজীপুর চৌরাস্তায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন গাজীপুর চৌরাস্তায়। আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-মোমেনশাহী রোডের চান্দনা চৌরাস্তায় আউটলেটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী (মুসা), বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর এম এ মান্নান চৌধুরী, মোরশেদ আলম মুকুল, বদরুল আলম, জাহিদুর রহমান ও স্বপ্নের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রাজিবুল হাসান প্রমুখ। 

স্বপ্নের রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে বাজার করার জন্য এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এই আউটেলেটে। 

এছাড়া গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর  ০১৩১৩-০৫৫৩০৮।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি