ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্টার লাইন পিঠা প্রতিযোগিতা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশজুড়ে শুরু হচ্ছে স্টার লাইন পিঠা প্রতিযোগিতা। শীতের উষ্ণ আতিথেয়তায় পিঠার আনন্দে মেতে উঠুন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান বাধ্যতামূলক করে আগামী ৩ ডিসেম্বর ২০২১ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু করে ১৮ ফেব্রুয়ারি  ঢাকার রাওয়া ক্লাবে চুড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শেষ হবে। 

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু করে দেশব্যাপী জেলা শহর মেহেরপুর, গোপালগঞ্জ, যশোহর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকায় এই প্রতিযোগিতা চলবে।

স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লিঃ এবং লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার আজ ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা করেন স্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর পরিচালক মাঈন উদ্দিন ও লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের কর্ণধার রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান। 

অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সৌখিন রন্ধন শিল্পীদের সংশ্লিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে নাম নিবন্ধন করানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। 

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি