ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:২৭, ৩০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩০ নভেম্বর) পালিত হচ্ছে ‘জাতীয় আয়কর দিবস’। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সারা দেশে দিবসটি উদযাপন করছে।

এবার কর দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘কর প্রদানে করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ‘রুপকল্প বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে আয়করের ভূমিকা তুলে ধরে সেমিনারের আয়োজন করা হবে।

কর দিবসের আলোচনায় করদাতা বিশেষ করে ব্যবসায়ী, আয়কর আইনজীবী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের সেলিব্রেটি, আয়কর আইনজীবী, সংবাদকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের শেষ দিনও মঙ্গলবার। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি