ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক কমে আসায় বিশ্বঅর্থনীতি আবারও গতি ফিরে পাচ্ছে। আর এর ফলে বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের মূল্য আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে।  

বৃহস্পতিবার তেলের দাম কিছুটা কমলেও শুক্রবার আবারও বেড়েছে সবধরনের অপরিশোধিত তেলের দাম। 

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম চলতি সপ্তাহে আট শতাংশ বেড়েছে। বিগত সাত সপ্তাহের মধ্যে এটিই প্রথমবারের মতো তাদের সাপ্তাহিক মূল্যবৃদ্ধির ঘটনা। শুধু তা-ই নয়, গত আগস্ট মাসের শেষের দিক থেকে তেলের সাপ্তাহিক মূল্যবৃদ্ধির হারেও এটিই সর্বোচ্চ।

গত বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছিল ১ দশমিক ৯ শতাংশ। তবে শুক্রবার তার দাম ১ শতাংশ বা ৭৩ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭৫ দশমিক ১৫ ডলারে।

এদিন ডব্লিউটিআইয়ের দামও একই পরিমাণে বেড়েছে। বৃহস্পতিবার ২ শতাংশ কমে যাওয়ার পর শুক্রবার এর দাম ১ শতাংশ বেড়ে বিক্রি হয়েছে ৭১ দশমিক ৬৭ ডলারে।

শিকাগোর প্রাইস ফিউচার গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিনের মতে, তেল ব্যবসায়ীদের ওমিক্রন নিয়ে হঠাৎ তৈরি হওয়া দুশ্চিন্তা থেকে কেটে যাচ্ছে এবং চাহিদা পুনরুদ্ধারের বিষয়ে তারা আরও বেশি আশাবাদী হয়ে উঠছেন।গত ২৫ নভেম্বর ওমিক্রন শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর তেলবাজারে যে ধস নেমেছিল, চলতি সপ্তাহের শুরুতেই তার প্রায় অর্ধেকটা পুনরুদ্ধার হয়ে যায়। 
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি