ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়ায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১৬ ডিসেম্বর ২০২১

বর্ণিল আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করল ব্যাংক এশিয়া। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ কর্পোরেট অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

বীর মুক্তিযোদ্ধা জনাব সাদ জগলুল আব্বাস, জনাব মোঃ সোহরাব ও জনাব শেখ মোঃ আবদুর রশীদ সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। 

এসময় ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রুমি এ হোসেন, পরিচালক জনাব তানিয়া নুসরাত জামান, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিচালক আশরাফুল হক চৌধুরী অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন। ব্যাংক এশিয়া কালচারাল টিমের পরিবেশনায় ছিলো দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনাও। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি