ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

এফএসআইবিএল ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে চুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ৫ জানুয়ারি ২০২২

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এই উপলক্ষে, জানুয়ারি ৩ বিআরইবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মো. আসাফুদ্দৌলা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বিআরইবি’র সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মো. খায়রুল হাসান, ফাইন্যান্সিয়াল মনিটরিং (নর্থ) ডিরেক্টরেটের পরিচালক মো. হোসাইন পাটোয়ারী, আইসিটি ডিরেক্টরেটের সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. ফাহিম উদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মো. ফরিদুর রহমান জালালসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন থেকে ব্যাংকের গ্রাহকগণ মোবাইল ফোন ও অনলাইন সেবার মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটারের বিল প্রদান করতে পারবেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি