ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইভ্যালির লকারে মিলল চেক এবং আড়াই হাজার টাকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ৩১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বন্ধ হয়ে যাওয়া ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দুইটি লকার ভেঙ্গে পাওয়া গেছে ১০৭ টি চেক বই ও ২ হাজার ৫৩০ টাকা। আর আদালতের নির্দেশ গঠিত পরিচালনা পর্যদের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, গ্রাহকরা শিগগিরই ফেরত পাচ্ছে না টাকা। দেওলিয়া হতে পারে ইভ্যালি। 

গেল বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার হন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান রাসেল ও তার স্ত্রী শামীমা। এরপর থেকে তারা কারাগারে আছেন। 

ইভ্যালির কার্যক্রম বন্ধ হয়ে গেলে হাইকোর্টের নির্দেশে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকে চেয়ারম্যান করে ৫ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় হাইকোর্টের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালনা বোর্ডের উপস্থিতিতে ভাঙ্গা হয় ইভ্যালির লকার দুইটি।

ভাঙ্গার পর লকার থেকে দুইটি ব্যাংকের চেক বই ও দুই হাজারের বেশি টাকা পাওয়ার কথা জানান ইভ্যালির চেয়ারম্যান। 

ইভ্যালির বর্তমান চেয়ারম্যান  শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “ওপরেরটিতে আছে শুধু চেক বই, মিডল্যান্ড এবং সিটি ব্যাঙ্কের। নিচেরটিতে পেয়েছি ২ হাজার ৫৩০ টাকা। আরও কিছু চেকবই পাওয়া গেছে যেগুলো সই করা।“ 

ইভ্যালি অডিট করা ও সার্ভার খোলার পর কি পরিমান সম্পদ আছে সেটা জানা সম্ভব হবে জানান তিনি। 

বলেন, “অডিট না করলে পাওনাদার এবং এসেট কোনটিই বোঝা সম্ভব হবে না।“ 

৫ টি গেটওয়েতে ২৬ কোটি আছে। এ টাকা থেকে টাকা গ্রাহকদের দেয়া সম্ভব বলে জানান পরিচালনা বোর্ড।

বলেন, আমাদের দায়বদ্ধতা হাইকোর্টের প্রতি, আমাদের দায়বদ্ধতা কোম্পানির প্রতি।“ 
রাসেল ও তার স্ত্রীর কি পরিমান টাকা সম্পদ আছে সেটা হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে বলেও জানান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি