ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দেশের শীর্ষ ১০ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংকের কৃতিত্ব অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের কাছ থেকে ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২১ ও ২০২২” গ্রহন করেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহছান এবং এফআরডির ডিজিএম আরিফ আহমেদ। 

সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ইমিরেটস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল আলম উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি