ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে গ্রাহকদের জন্য চমক এনেছে প্যান্ডামার্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২

ভ্যালন্টোইনস ডে উদযাপন উপলক্ষে প্যান্ডামার্ট গ্রাহকদের জন্য ভ্যালন্টোইন স্টিকারস ও ভি-কার্ডসহ দারুণ সব চমক নিয়ে এসেছে। ফেব্রুয়ারি ১৩ ও ১৪ তারিখে প্যান্ডার্মাটে র্অডার করলে প্রত্যকে ক্রেতা ভ্যালন্টোইনস ডে'র স্পেশাল স্টিকার ও শুভেচ্ছা র্কাডসহ একটি খাম পাবেন।  

এছাড়া ক্যাডবেরির সাথেও যৌথভাবে প্যান্ডার্মাট একটি বিশেষ ক্যাম্পইেন চালু করছে। এ ক্যাম্পইেনরে আওতায় গ্রাহকরা ডায়মন্ড ওয়ার্ল্ডে ১০ হাজার টাকা সমমূল্যের একটি গিফট ভাউচার জিতে নিতে পারেন। এজন্য গ্রাহককে প্যান্ডার্মাট থেকে ক্যাডবেরি  চকলেট র্অডার করতে হবে। এরপর ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ তারিখের মধ্যে তাদের ভ্যালন্টোইনস উইশসহ ফেসবুকে একটি পোস্ট করতে হব। ফেইসবুক পোস্টটিতে  #ValentineWithCadbury #pandamart  এই হ্যাশট্যাগ দুটি উল্লখে করতে হব। ফেইসবুক পোস্টদাতাদরে মধ্যে র্সবোচ্চ লাইক পাওয়া ক্রেতা ডায়মন্ড ওয়ার্ল্ডের গিফট ভাউচার জিতে নিবেন। ফেব্রুয়ারি ২০ তারিখে  বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
  
ভালোবাসা উদযাপনের একটি প্রতীকী দিন হলো ভ্যালন্টোইনস ডে । এ দিনটিকে সকলইে স্মরণীয় করে রাখতে চায়। প্যান্ডার্মাট এর কাছে তার প্রত্যেক গ্রাহকই স্পেশাল। ফলে বিশেষ এ দিনটিতে গ্রাহকদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে এ প্রয়াস নিয়েছে প্যান্ডার্মাট। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি