ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের চেক ব্যবহারে বিধিনিষেধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২

অনেক আর্থিক প্রতিষ্ঠান বেআইনিভাবে বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহারের বিষয়টি  সম্প্রতি এক পর্যবেক্ষণে উঠে আসার পর এসব প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীয় ব্যাংকের চেক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কিছু আর্থিক প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের মাধ্যমে বেআইনিভাবে বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করছে। এই চেক শুধু কেন্দ্রীয় ব্যাংক, আন্তঃব্যাংক কলমানিসহ বিভিন্ন নিজস্ব লেনদেন নিষ্পত্তিতে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। 

এ অবস্থায় বেআইনিভাবে অর্থছাড় করার ক্ষেত্রে বাংলা‌দেশ ব্যাংকের চেক ব্যবহার না কর‌তে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের চিঠি দিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ করা গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করে ঋণগ্রহীতা বা ঋণগ্রহীতার নির্বাচিত, মনোনীত বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ, লিজ বা বিনিয়োগের অর্থছাড় করছে, যা বিধিসম্মত নয়। 

“এখন থেকে বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করে কোনো ঋণগ্রহীতা বা তাদের নির্বাচিত, মনোনীত বা সরবরাহকারীর অনুকূলে ঋণের টাকা ছাড় করতে পারবে না।”

এএইচএস/এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি