ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এইউডব্লিউর উপাচার্য হলেন রুবানা হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) উপাচার্য হলেন কবি ও ব্যবসায়ী রুবানা হক। 

মঙ্গলবার ওই বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি মেম্বার ছিলেন। সম্প্রতি তিনি বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।

রুবানা হক মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), যার প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক। এ ছাড়াও রুবানা হক দেশের তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি। তিনি ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে ২০১৩ ও ২০১৪ সালে পরপর দু’বার স্থান পেয়েছিলেন।

রুবানা হকের জন্ম ১৯৬৪ সালে ৯ ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ করেন। আর ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পিএইচডি।

রুবানা হক ব্যবসার পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সঙ্গেও জড়িত। ২০০৬ সালে তিনি কবিতার জন্য সার্ক সাহিত্য পুরস্কার পান। তার প্রকাশিত অন্যতম কাব্যগ্রন্থ ‘টাইম অব মাই লাইফ’।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি