ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাফা অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেল ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সেরা বার্ষিক প্রতিবেদন-২০২০ এর জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাফা অ্যাওয়ার্ডে ব্যাংক এশিয়া বেসরকারি খাতের ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার এবং কর্পোরেট গভর্ণনেন্স ডিসক্লোজার ২০২০ এর জন্য সার্ক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ড লাভ করে। 

এ বছর ব্যাংক এশিয়া সার্ক দেশগুলোর মধ্যে “ওভারঅল উইনার” নির্বাচিত হয়। সম্প্রতি দি ইন্সস্টিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল, এফসিএ, দি ইন্সস্টিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন, এফসিএ, এর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ব্যাংকের ডেপুটি সিএফও মো. কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি