ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এফবিসিসিআই পাওয়ার, এনার্জি ও ইউটিলিটি কমিটির নেতৃত্বে হুমায়ুন রশিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২২:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২২

২০২১-২৩ অর্থবছরে এফবিসিসিআই’র পাওয়ার, এনার্জি ও ইউটিলিটি স্থায়ী কমিটির নেতৃত্ব দিবেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ। 

দেশের প্রধান পাওয়ার ও এনার্জি সমাধানদাতা হিসেবে তার ট্রেড, ম্যানুফ্যাকচার এবং বিভিন্ন প্রকার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক পণ্য বিতরণ ব্যবসায় ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি প্রদান করে। 

হুমায়ুন রশিদ বলেন, “এমন একটি চ্যালেঞ্জিং পদের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমার ডোমেইন, বৈশ্বিক দক্ষতা এবং ইঞ্জিনিয়ারিং, উদ্ভাবন ও ট্রেডিং ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে সুদীর্ঘ অভিজ্ঞতা নতুন কমিটিতে ইতিবাচক মাত্রা যোগ করবে।”

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি