ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইয়ামাহা রাইডার্স ক্লাবের মাতৃভাষা দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দবিসে প্রতিবছরের মত এবারও বহুমুখী কার্যক্রমের আয়োজন করেছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব।

কার্যক্রমের অংশ হিসেবে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ঢাকা সহ সারা দেশে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া ঢাকার ইয়ামাহার শোরুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুরে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ যেখানে পথশিশুরা রং তুলির আচঁড়ে রাঙিয়েছে ক্যানভাস।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করেন ইয়ামাহা মোটরসাকেলস বাংলাদেশের উর্দ্ধতন কর্মকর্তা এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।  

ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটর সাইকেলস রাইডারদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় সাড়ে তিন হাজার সদস্য। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামজিক কার্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি