ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২২

অনলাইনে প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. নিমাই কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এর ফলে ব্যাংক এশিয়ার নেটওয়ার্কের মাধ্যমে পদ্ধতিগত, উন্নত ও কার্যকর উপায়ে ইন্সুরেন্স প্রিমিয়াম কালেকশন করা সম্ভব হবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩ লক্ষ গ্রাহক ব্যাংক এশিয়ার বিভিন্ন চ্যানেল (শাখা, এজেন্ট আউটলেট, মাইক্রো-মার্চেন্ট, ডিজিটাল পোস্ট অফিস, ইন্টারনেট ব্যাংকিং এবং স্মার্ট অ্যাপ) এর মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন।   
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি