ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা-২০২০’ পুরস্কার পেল ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ব্যাংক এশিয়া লিমিটেড বাংলাদেশ কপিরাইট বোর্ড কর্তৃক মেধাস্বত্ব সুরক্ষায় ব্যাংকের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার জন্য "মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২০" পুরস্কার লাভ করেছে। 

উল্লেখিত মেধাস্বত্ব ক্যাটাগরিতে দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক এশিয়া লিমিটেডকে পুরস্কৃত করা হয়েছে।

ব্যাংক এশিয়া লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 

বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী এবং ব্যাংক এশিয়া লিমিটেডের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল আলম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি