ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

করোনায় মৃত্যুবরণকারী এসআইবিএল কর্মকর্তাদের পরিবারের নিকট চেক হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২ মার্চ ২০২২ | আপডেট: ১৮:৫৮, ২ মার্চ ২০২২

বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) করোনায় মৃত্যুবরণকারী কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করেছে।

সম্প্রতি, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়েজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম পরিবারবর্গের হাতে চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক এবং মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি