ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ বাজার থেকে উধাও ৫ লিটার বোতলের সয়াবিন (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ১৬:০৭, ৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাজারে হঠাৎ করেই সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। অধিকাংশ দোকানে নেই ৫ লিটার বোতলের সয়াবিন। এই সুযোগে বেড়ে গেছে এক ও দুই লিটার সয়াবিন তেলের দাম। চাল-ডালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া সবজির বাজার। 

বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন ভোজ্যতেলের দাম আর বাড়ানো হবে না। 

মন্ত্রীর এমন ঘোষণার দুদিন পরেই সয়াবিন তেলের তেলেসমাতিতে অস্থির বাজার। নেই পর্যাপ্ত সরবারহ।

ব্যবসায়ীরা জানান, বড় বড় কোম্পানি, ব্যবসায়ী, ডিলার- এই পর্যায়ে কিছু সংকট দেখা দিয়েছে। সবাই বলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে রমজানে তেল পাওয়া যাবে না।

আরেক ব্যবসায়ী বলেন, পাইকাররাও খোলা তেলের ড্রাম বিক্রি করছে না। আর ইনটেক তেল আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পাই না। প্রয়োজন ১০ কার্টুন, দিচ্ছে ৩ কার্টুন।

ক্রেতারা পড়েছেন বিপাকে। অনেক দোকানেই নেই সয়াবিন তেল। তবে বোতলের গায়ের মূল্যেই তেল কিনতে পেরেছেন বলেও জানান তারা।

ক্রেতারা জানান, দোকানদাররা বলেন বিক্রি হয়ে গেছে। বেশি দামে বিক্রি করলেও আমাদের তো কিনতে হবে।

এদিকে, বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম।

সবজি বিক্রেতারা জানান, ভ্যান্টি ৯০ থেকে ১শ’ টাকা, করোলা ১শ’ কেজি ধরে বিক্রি হচ্ছে।

তবে চাল, ডাল মাছ মাংসের বাজার স্থিতিশীল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি