ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফরাজী হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৫ মার্চ ২০২২

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ফরাজী হাসপাতাল লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ফরাজী হাসপাতাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন। 

এসময় অন্যান্যের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, এসআইবিএল কার্ড ডিভিশনের প্রধান শরীফ আল-কাশেম এবং ফরাজী হাসপাতালের কর্পোরেট হেড মো. মোজাম্মেল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই চুক্তির ফলে এসআইবিএল-এর কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের গ্রাহকগণ ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল রিসার্চ সেন্টারের বিভিন্ন সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি