ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১০ মার্চ ২০২২ শহরের ভিক্টোরিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। 

এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মো. মিজানুর রহমান ভুইয়া ও মিফতাহ উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন। 
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি