ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সড়ক উন্নয়নে বাংলাদেশকে অর্থ দেবে বিশ্ব ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ১৯:১৪, ৩০ মার্চ ২০২২

দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত ঝড়ে যাচ্ছে অসংখ্য প্রাণ। আর এর থেকে পরিত্রান ও হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সহায়তা হিসেবে ৩৫৮ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

এই অনুদান দেশের সড়ক নিরাপত্তা উন্নতকরণে কাজ করবে বলে জান যায়। অধিক ঝুঁকিপূর্ণ মহাসড়ক ও জেলা সড়কগুলোতে দুর্ঘটনা কমিয়ে আনাই হবে এর প্রধান লক্ষ্য। সড়ক নিরাপত্তা প্রকল্প বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে বিশ্বব্যাংক। 

জাতীয় মহাসড়ক-এন৪ (গাজীপুর-এলেঙ্গা) এবং এন৬ (নাটোর থেকে নবাবগঞ্জ)- প্রকল্পের অধীনে ব্যাপক সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে উন্নত প্রকৌশল নকশা, পথচারীর জন্য সুবিধা, সঙ্কেত ও চিহ্ন স্থাপন, গতিসীমা প্রয়োগ এবং জরুরী সেবা বাস্তবায়ন করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ব্যবস্থা দুটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শতকরা ৩০ ভাগের বেশি মৃত্যু হার কমাতে সহায়ক হবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটান-এর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন, “সড়ক নিরাপত্তার উন্নতিতে এবং দুর্ঘটনায় মানুষের মর্মান্তিক প্রাণহানি কমাতে বাংলাদেশকে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে সহায়তা করবে বিশ্বব্যাংক।”
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি