ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ডিজিটাল সেবা ব্যবহারকারী দশজনের একজন প্রতারণার শিকার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ২২:১১, ৩০ মার্চ ২০২২

ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারকারী প্রতি দশজনের একজন প্রতারণার শিকার হন। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউটের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এজন্য ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভোক্তা অধিকারও নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। 

দেশে বর্তমানে ডিজিটাল ও মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস ব্যবহারের হার ৫৫ শতাংশ। জানুয়ারি মাসেই ৭৩ হাজার কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এই মাধ্যমে। এ বছরে যা ছাড়িয়ে যেতে পারে সাড়ে আট লাখ কোটি টাকায়। 

কিন্তু এ ক্ষেত্রে প্রতারণার ঘটনাও অনেক ঘটছে। গ্রাহকদের অসচেতনতায় প্রতারকরা হাতিয়ে নিচ্ছেন টাকা। আবার অনলাইন মার্কেট প্লেসের নামেও ঘটেছে বড় বড় প্রতারণা। ফলে যারা এখনো ডিজিটাল আর্থিক সেবা গ্রহন করছেন না তাদের অন্তত ৩২ শতাংশ প্রতারণাকে ভয় পান। 

তবে নিরাপত্তায় রয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এখন জনগণের সচেতনতার পাশাপাশি নীতি নির্ধারণী ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে। 

মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন শতভাগ সঠিক প্রক্রিয়ায় করা সম্ভব হলে ডিজিটাল প্রতারণা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও জানান মন্ত্রী। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি