ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রোজার আগেই শশা ও বেগুনের কেজি ৮০ টাকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:২৫, ১ এপ্রিল ২০২২

রমজান আসার আগেই বেগুন ও শসার কেজি ঠেকেছে ৮০ টাকায়। ছুটির দিনের বাজারে প্রায় সব সবজির দামই বাড়তি। সয়াবিন তেল, ডাল, ছোলা, বেশনসহ ইফতার তৈরির পণ্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারও বেশ চড়া।

দু’এক দিনের মধ্যে রোজা শুরু হওয়ায় ছুটির দিনেও বাজারে ক্রেতার ভিড় ছিল দেখার  মত। এদিন বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম। ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৮০টাকায়। বেগুনের দামও উঠেছে ৮০টাকা। একদিনের মধ্যেই এসব সবজির দাম  ২০ থেকে ৫০টাকা পর্যন্ত বেড়েছে। 

বিক্রতারা জানান, রমজান সামনে থাকার কারণে প্রতি বছরই এই সময় সবজির দাম বাড়ে। এছাড়াও সিন্ডিকের কারণে দাম বাড়ে।
 
একজন বিক্রেতা বলেন, গতকাল বেগুন বিক্রি করেছি ৫০ টাকা কেজি, আজকে বেগুন ৮০ টাকা কেজি, গোল বেগুন ৭০ টাকা কেজি। গাজর শশা সহ বেগুন, এই ৩ টার দাম অনেক বেশি।

আরেক বিক্রেতা বলেন, রমজান সামনে থাকায় সিন্ডক করে সবজির দাম বাড়িয়ে ফেলা হয়েছে। শুধু যে খুচরা বাজারে দাম বেড়েছে ব্যাপারটা তেমন নয়, পাইকারী বাজারে দাম বাড়ার ফলেই এখানে দাম বেড়েছে।
  
মাছের বাজারও চড়া। সব ধরণের মাছ কেজি প্রতি ৫০ থেকে ১শ টাকা পর্যন্ত বাড়তি।  বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই দাম বেশী। গরুর মাংশ কেজিতে বেড়েছে ৫০টাকা। দেশী মুরগী ৬শ আর সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান আড়তে মাছের সঙ্কট থাকায় বাজারে তার প্রভাব পড়েছে।

তাদের একজন বলেন, আড়তে গেলে মাছ পাইনা। এই জন্য বাজারে মাছের দাম বেড়ে গেছে। আর যে কোনও কিছুর সঙ্কট হলেতো দাম এমনিতেই বেড়ে যায়।

বেড়েছে সব ধরনের ফলের দামও। খেজুর, আপেল, মাল্টার দাম সবচে বেশী বেড়েছে। 

এক বিক্রেতার দাবী, প্রতি কেজিতে এখন ১০-২০ টাকা বেড়েছে। বাজারের অবস্থা এমন থাকলে আরও বাড়তে পারে। 

এ সপ্তাহে সয়াবিন তেল, ছোলা, ডাল, পিয়াজ, রসুনসহ বেশ কিছু পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম আগেই বাড়ানো হয়েছে।

ক্রেতারদের অভিযোগ, সব পণ্যের দামই অস্বাভাবিক। 

রাজধানীর কারওয়ান বাজারের তুলনায় অন্য বাজারগুলোতে প্রতিটি সবজিই কেজিতে ২০ থেকে ৪০টাকা বেশীতে বিক্রি হচ্ছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি