রাজধানীতে ১০ টাকার বেগুন ৬০ টাকায় বিক্রি (ভিডিও)
প্রকাশিত : ২২:০২, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:২৪, ৩ এপ্রিল ২০২২
খুচরা বাজারে পণ্যের দাম বাড়তি; পাইকারি বাজারের ক্রয়-বিক্রয় রশিদেও সমস্যা। কৃষকের ১০ টাকার বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজার তদারকিকালে এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চাঁদাবাজি ঠেকাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। শনিবার এমন প্রতিশ্রুতিই দিয়েছেন ব্যবসায়ীরা। তবুও বাজারের প্রকৃত অবস্থা দেখতে রমজানের প্রথম দিন রোববার রাজধানীর কাওরান বাজারে আসেন বাণিজ্যমন্ত্রী।
প্রথমে চালের পাইকারী দোকান ঘুরে ঘুরে দেখে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মরিটরিং টিমের সদস্যরা। ক্রয়-বিক্রয়ের রশিদে পাওয়া যায় গরমিল।
পরে মন্ত্রী ভোজ্যতেল, চিনি, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে গিয়ে মূল্য যাচাই করেন।
সবশেষে তদারকিতে পাওয়া তথ্য-সহ তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। জানান, কৃষকের ১০ টাকার বেগুন বাজারে এসে ৬০ টাকা হয়ে যায়। কথা বলেন সড়কের বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী গাড়ী ও দোকানে দোকানে চাঁদাবাজির অভিযোগ নিয়েও।
পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত তদারকি চলবে বলেও জনান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দেখুন ভিডিওতে-
এনএস/কেআই
আরও পড়ুন